একজন ভদ্রলোকের ডায়েরির পৃষ্ঠায় লেখা এক ভয়ের গল্প ‘দ্য হোরলা’। একদিন সে দেখে একটি তিনmastulবিশিষ্ট জাহাজ। সেদিন থেকেই বদলে যায় তার সুন্দর জীবন। ধীরে ধীরে সে অনুভব করে, কেউ বা কিছু তাকে অনুসরণ করছে, তার ঘরে বাস করছে, তাকে নিয়ন্ত্রণ করছে—কিন্তু সেই সত্তা অদৃশ্য। শরীর, মন, আত্মা—সব কিছুই গ্রাস করে নেয় রহস্যময় সেই শক্তি, যার নাম ‘হোরলা’। বিভ্রান্তি আর বাস্তবতা মিলে একাকার হয়ে যায়। সে বুঝতে পারে, এই সত্তা শুধু তার নয়—সমগ্র মানবজাতির নতুন শাসক হয়ে উঠতে চলেছে। অবচেতন মনের অন্ধকারে, যেখানে ভয় নিছক অনুভূতি নয়, বরং এক বাস্তব অস্তিত্ব।