একটি গ্রামে জন রাইট নামের এক ব্যক্তি খুন হন, আর খুনের দায়ে গ্রেফতার হন তার স্ত্রী। শেরিফ, কোর্টের অ্যাটর্নি আর কয়েকজন তদন্ত করতে গেলে তাদের সঙ্গে দুই নারীও যান। পুরুষরা বাড়ির তুচ্ছ জিনিসকে গুরুত্ব না দিলেও, নারীরা লক্ষ্য করেন অনেক কিছু। এই যেমন নষ্ট হয়ে আসা জ্যামের বোতল, এলোমেলোভাবে সেলাই করা কম্বল, অগোছালো রান্নাঘর আর একটি ভাঙা পাখির খাঁচা। পুরুষদের চোখে এগুলো তুচ্ছ হলেও, নারীরা বুঝতে পারেন জন রাইট তার স্ত্রী মিনিকে মানসিক চাপে রেখেছিলেন। মিনির দমবন্ধ জীবনের ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ংকর সত্য, যা নারীরা আড়াল করতে চান।