এক স্প্যানিশ কুকুর, একটি পরিবারে বেশ আদরেই বেড়ে উঠছিল। একদিন হারিয়ে গেল পরিবার থেকে। সেদিন থেকেই তার দূর্ভাগ্যের শুরু। দু'বছর সে ভালো কিছু খেতে পারেনি। দু বছর পর, ভার্মিন চত্বরে, তিনটে কাক অপেক্ষা করছে কুকুরটির চোখ উপড়ে খাবার.......
🔰 পাঠ প্রতিক্রিয়া: পথের কুকর গল্পটা এক পথের কুকুরের, যেখানে উঠে এসেছে পথের কুকুরের জীবন নিয়ে, সেই কুকুর গুলোর প্রতি সভ্য সমাজে বাস করা মানুষের আচরণ নিয়ে, সেই মানুষগুলোর কথা যারা এই সব পথের কুকুরকে আঘাত করে একধরনের পৈশাচিক আনন্দ পায়, কুকুরকে লাথি মেরে আনন্দে মেতে উঠে। গল্পটা প্যাট নামক এক কুকুরের, যে সন্ধান করে বেড়াচ্ছে একটু ভালোবাসার, কেউ একজন কোনো একদিন তাকে লাথি না মেরে পাথর না ছুড়ে মাথায় হাত বুলিয়ে খাবার দিবে সেই প্রত্যাশার, কিংবা খুঁজে ফেরে তার অতীতের মনিবকে। গল্পটা ছোটো, তবে এই ছোটো গল্পে লেখক তুলে আনার চেষ্টা করেছেন পথের কুকুরের যাপিত জীবনকে সেই সাথে তাদের প্রতি আমাদের মনোভাবকে। আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন আমরা যা আনন্দ হিসেবে উপভোগ করি তা এসব পশুদের জন্য কতটা কষ্টের, বরং তাদের প্রয়োজন আমাদের ভালোবাসা, একটু যত্ন। এই ছোটো গল্পটি অনুবাদ করেছেন তাসফিয়া প্রমি, অনুবাদ পড়লেই বুঝা যায় কাঁচা হাতের কাজ, সম্পাদনাতেও ঘাটতি আছে, যার ফলে বাক্যে গঠনগত এবং ক্রিয়াগত বেশ সমস্যা চোখে পড়েছে। তবে এতে পড়তে কিংবা গল্প বুঝতে কোনো সমস্যা হয়নি। প্রথমদিকে অনুবাদে এমন ঘাটতি থাকাটা কোনো সমস্যা নয়, অনুবাদকের উচিত, অনুবাদ চালিয়ে যাওয়া। এমন ছোটোখাটো কাজগুলো অনুবাদকের অনুবাদের দক্ষতাকে আরো ধারালো করে তুলবে, বরং প্রথমেই হতাশ হয়ে পড়লে উন্নতি হবে না। আশাকরি পরবর্তী কাজগুলো ভুলত্রুটি কাটিয়ে আরো সহজ সাবলীল হয়ে উঠবে। বই: পথের কুকুর লেখক: ব্রায়ান স্পুনার অনুবাদ: তাসফিয়া প্রমি প্রকাশক: বইটই বইটই মূল্য: ২০৳ পৃষ্ঠা: ১০
Read all reviews on the Boitoi app