একটা ছোট ছেলে হঠাৎ করে জানতে পারল, সে কোন বনের অধিবাসীর ছেলে না, সেই এদেশের রাজার এক মাত্র নাতি। কিশোর বয়সেই সে হতে চলেছে রাজা। তাকে রাজপ্রাসাদে আনা হলেও কোন এক কারনে সে রাজ পোশাক পরতে রাজী হয় না। নিজের জংলী পোশাক পরেই বের হয়ে যায়। এর পর............।