হোয়াইট পরিবারের সদস্য তিনজন। এক শীতের দিনে, এক বন্ধুর হাত ধরে তাদের পরিবারে আসে, এক ইচ্ছাপূরন যন্ত্র। এক মন্ত্রপূত বানরের থাবা। সার্জেন্ট মরিসের মতে তিনজন মানুষের তিনটি ইচ্ছাপূরণ করবে এই থাবা। হোয়াইট পরিবারের জীবনে কী বয়ে আনবে এই থাবা? তাদের দূর্দশা কী আদৌ দূর হবে? আচ্ছা বানরের থাবা কী মানুষের ইচ্ছা পূরন করে? W. W. Jacobs এর The Monkey’s Paw আর অনুবাদকের অনুবাদের সাথে আরো এক বার ঘুরে আসুন শীতের রাতে। মুখ ফস্কে কোন ইচ্ছা পূরণ করতে হলে, সাবধান! বলা তো যায় না, কে কোন আশা পূরণ করে ফেলে আর তার ফলে আপনাকে দিতে হবে ...
ইচ্ছে-পূরণ করার সুযোগ কে না পেতে চায়! কিন্তু আলাদিনের চেরাগের যাদু হাতে পাবার ফলাফল কি সত্যিই শুভ হয়? সেই প্রশ্নটা ঘিরে ভয়ংকর সব পরিণতির কথা ভেবেছেন লেখকেরা, যেমন রবার্ট লুই স্টিভেনসনের বোতল শয়তান বা ডাব্লিউ ডাব্লিউ জ্যাকবের বানরের থাবা। বানরের থাবা ছোট গল্পটি অন্যতম বিশ্ববিখ্যাত হরর ক্লাসিক হলেও আগে পড়া হয়নি। এবার তাসফিয়া প্রমির অনুবাদে পড়ে নিলাম। গল্পটির বৈশিষ্ট্য হলো এখানে পাঠক বিশ্বাস করে নিতে পারেন ভৌতিক শক্তিকে অথবা বাস্তব যুক্তিকে। যেটাই ধরুন না কেন, মানুষের লোভের অশুভ পরিণতিটা অপরিবর্তিত থেকে যায়। গল্পটি চটজলদি পড়ে নিন বইটই অ্যাপে মাত্র ১৮ টাকায়। তাসফিয়া প্রমি সদ্যই অনুবাদকের খাতায় নাম লিখিয়েছেন, এটি তার দ্বিতীয় কাজ। অনুবাদটি পড়ার সময় একটু সম্পাদনার অভাব বোধ করেছি যদিও। ভাষাগত আড়ষ্টতা তিনি দ্রুত কাটিয়ে উঠবেন আমার বিশ্বাস। কালজয়ী ক্লাসিকগুলো নিয়ে কাজ করার জন্য তাকে ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app