বটচান- যে ছেলেটা সৎ থাকতে চেয়েছিল। ছোটবেলা থেকে বেশ দুরন্ত ছিল মাস্টার ডার্লিং বা বটচান। যেমন কেউ যদি বলত ছাদ থেকে লাফ দিয়ে দেখাও, আগে পরে না ভেবে সে লাফ দিত, ছুরির ধার পরীক্ষা করতে হাত কেটে দেখাতেও দু’বার ভাবেনি। পড়া শেষ করে সে এক প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকতার চাকরী নিয়ে চলে যায়। যেখানে তাঁর প্রিয় নুডলস-ড্যাঙ্গো খেতে নিষেদ্ধাজ্ঞা জারি করে স্কুলের প্রধান শিক্ষক রেড শার্ট এবং প্রিন্সিপাল ব্যাজার এবং ক্লাউন নামের আর এক শিক্ষক। চিরজীবন অন্যায়ের প্রতিবাদ করা “ইয়েডো কিংবা টোকিও কিড” বটচান কীভাবে এই অত্যাচারের সমাধা করবে? আদৌ কি পারবে? কেউ কি তাকে সাহায্য করবে আদৌ? এই অন্ধকার অঞ্চল থেকে আসবে কি আলোয়? ১৯০৬ সালে লেখা এই বইটি। মজার ছলে, বাস্তবতা লেখক তুলে এনেছেন, এই ঘটনা ১০০ বছরের পরেও এখন ও বাস্তব। এসে গেছে!!!!