শুরুর কথা মানুষ এক পা সামনে আগালে, পিছনে ফেলে আসা দুই পা আগের কিছু একটা নিয়ে আফসোস করবে- এটাই আমার কাছে স্বাভাবিক মনে হয়। আফসোস থেকে আসে অনুতাপ, অনুতাপ থেকে অনুশোচনা, অনুশোচনা থেকে তওবা। আর আল্লাহ্ তওবাকারীকে ভালবাসেন। কেউ যখন বলেন ‘আমার জীবনে কোনো আফসোস নেই’, আমার কাছে মানুষটাকে বেশ ভয়ংকর লাগে। আফসোস না থাকা মানে জীবনে ভুল না করা। মানুষ তো ভুল করার কথা। পদে পদে ভুল করার কথা। মানুষ তো ফেরেশতা না। মানুষ ভুল করবে। ভুল করে মন খারাপ করবে। মন খারাপ করে আফসোস করবে। আমার জীবনে আফসোস অবশ্য এত কনশান্সলি ভেবেচিন্তে আসেনা। যে মেয়ে নিজের জীবনের বাঁকগুলোতে নিজেই সিদ্ধান্ত নিতে চেষ্টা করে, তার সাথে আফসোসের সম্পর্ক অনেকটা জিগরী দোস্ত’র মত। একটা বাচ্চা হোঁচট খেতে খেতে যেমন হাঁটা শিখে, আমিও তেমন ভুল করতে করতে জীবন শিখি। তাই ইশ, কীভাবে এই ভুল করলাম, কেনো ঐটা করলাম না, কেনো এইটা করলাম না, এমন সব আফসোস আমার লেগেই থাকে। সারাক্ষণ। তখনো। এখনো। এই ই-বইয়ের ড্রাফট দেখার সময় যেমন আফসোস হচ্ছিলো, ইশ, দুই মেয়ের ছোটবেলা নিয়ে যদি আরো রেগুলার লিখতাম! আরো কিছু গল্প যদি ধরে রাখতাম! ড্রাফট দেখার সময় নিজের লেখা পড়ে নিজেই হাসছিলাম। নিজেই মন খারাপ করছিলাম। আবার নিজেই কোথাও কোথাও ভাবছিলাম- এ ঘটনা তো ভুলেই গিয়েছিলাম! ভুলে যাওয়া আমাদের নিয়তি। তাই লিখে রেখে আমরা মেমোরি ধরে রাখি। আফসোস, এই ইবুক মেমোরির ছোট্ট ছোট্ট কিছু টুকরা মাত্র। এই ইবুকের সমস্ত কৃতিত্ব রিদ্মিকের সাইফুদ্দীন মাসুম ভাইয়ের। উনিই সমস্ত লেখা কম্পাইল করে দিয়েছিলেন বছর তিনেক আগে। তারপর প্রথম ড্রাফট দেখে দিতে লাগিয়ে দিলাম দুইবছর! এরপর ফাইনাল ড্রাফট দেখে দিতে আরো এক বছর! কিন্তু মাসুম ভাই হাল ছাড়েননি। একবারের জন্য প্রেশারও দেননি। আমি খালি মনে মনে বিব্রত হয়েছি। সেই বিব্রতবোধ থেকে এখন দায়মুক্তি হলো। এই ইবুক আমার দুই মেয়ের বেড়ে উঠার ছোট ছোট সামান্যকিছু টুকরো টুকরো গল্প। গল্পগুলো আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। ইতি, ফারজানা মাহবুবা ১৫ নভেম্বর ২০২৪
সকল বাবা-মা চায় সন্তানকে সর্বোত্তম উপায়ে লালন-পালন করতে। সুখপাঠ্য বইটি আপনাকে এক্ষেত্রে কিছুটা হলেও হেল্প করবে।
Read all reviews on the Boitoi app