Authors
Explore our collection of books across different authors
ড. ফারজানা মাহবুবা
1
Books
12
Followers
ড. ফারজানা মাহবুবা একজন একাডেমিক, এক্টিভিস্ট এবং লেখক, যিনি সমাজবিজ্ঞান, ধর্মতত্ত্ব এবং নারী বিষয়ে অধ্যয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া অভিবাসী বাংলাদেশী নারী এবং তাদের অর্থনৈতিক অভিজ্ঞতায় ধর্ম, অভিবাসন, এবং আইনের ইতিহাসের ইম্প্যাক্ট নিয়ে গবেষণা করছেন। পাশাপাশি তিনি লেখক হিসেবেও পরিচিত তার বাংলা কথাসাহিত্যের জন্য। ‘যাযাবরনামা’ এবং ‘এক জোড়া চোখ’ সহ তার প্রকাশিত বইগুলো ইতিমধ্যেই পাঠকদের মুগ্ধ করেছে। ড. ফারজানা "ফোক-ইসলাম অ্যান্ড মুসলিম উইমেনস জেন্ডার পারসেপশনস ইন আরবান বাংলাদেশ" - এই বিষয়ে তার প্রথম পিএইচডি সম্পন্ন করেছিলেন। তিনি বর্তমানে মুসলমান নারী এবং মাইগ্রেশন বিষয়ে তার দ্বিতীয় পিএইচডি করছেন। রাজনীতি ও ইসলামে নারীর অধিকার বিষয়ক তাঁর লেখালিখি পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছে। বিশেষত কুরআন-হাদিস, মুসলিম ইতিহাস ও ফিকাহতে মাজলুম নারীদের ইনসাফ প্রদানের প্রামাণিক দলিল উপস্থাপনা এবং এর আলোকে তাঁর বিভিন্ন প্রস্তাবনা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ফেসবুক ও ব্লগে তুমুল জনপ্রিয় এই লেখিকা স্বামী ও ২ কন্যাসহ অস্ট্রেলিয়াতে অধ্যাপনায় নিয়োজিত আছেন।