সময় ব্যবস্থাপনা শুধু সফলতার চাবিকাঠি নয়, এটি আমাদের জীবনের মানও উন্নত করে। সময়ের সঠিক ব্যবহার আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রকে সুন্দর ও অর্থবহ করে তোলে। সময় একটি মূল্যবান সম্পদ। একজন নিম্নবিত্ত চতুর্থ শ্রেণির কর্মচারীর কাছে যে পরিমাণ সময় আছে, একজন কোটিপতি ব্যবসায়ীর কাছেও সমান পরিমাণে সময় আছে। পার্থক্য শুধু সময়ের ব্যবস্থাপনায়। যে যতবেশি কার্যকরীভাবে সময়ের ব্যবস্থাপনা করতে পারে সে ততবেশি সফল।