Authors
Explore our collection of books across different authors
ব্রায়ান ট্রেসি
27
Books
88
Followers
ব্রায়ান ট্রেসি একজন লেখক , বক্তা , প্রশিক্ষক , পরামর্শক এবং ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনাল - এর চেয়ারম্যান। তাঁর লেখা বইয়ের সংখ্যা মোট ৭০ টি। ২০০১ সালে প্রকাশিত হয় তার লেখা সেরা বই হিসেবে বিবেচনা করা হয়। গ্রন্থকারের মতে , এই বইটি লেখা হয়েছে আপনাকে দেখানোর জন্য কীভাবে খুব দ্রুত পেশাগত জীবনে এগিয়ে যাওয়া যায় এবং একইসঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করা যায়। এই বইয়ের পৃষ্ঠাগুলোতে রয়েছে ব্রায়ান ট্রেসির আবিষ্কার করা ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির ২১ টি সবচেয়ে শক্তিশালী সূত্র। তিনি দাবি করেন, এর পদ্ধতি এবং কলা - কৌশলগুলো বাস্তবসম্মত , প্রমাণিত এবং দ্রুত কাজ করে। এই বইয়ে বর্ণিত প্রত্যেকটি ধারণায় (আইডিয়া) আপনার সার্বিক উৎপাদনশীলতা , কর্মক্ষমতা ও আউটপুট বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়েছে। সংক্ষেপে বলতে গেলে ইট দ্যাট ফ্রগ আপনাকে দেখাবে কীভাবে আপনি কঠিন ও জটিল কাজগুলোকে অনেক সহজভাবে সাজতে এবং সম্পন্ন করতে পারেন। এই বইয়ের সূত্রগুলো অনুসরণ করলে দীর্ঘসূত্রতা অতিক্রম করে আপনি শুধু দ্রুত কাজই করতে পারবেন না , বরং সঠিক সময়ে সঠিক কাজটি দ্রুততার সঙ্গে সম্পাদন করতে পারবেন।