জেনি নামের এক কিশোর তার বন্ধুর সঙ্গে ছাদে খেলতে খেলতে দুর্ঘটনাবশত বন্ধুকে ছাদ থেকে ফেলে দেয়। জেনি চুপচাপ কাউকে কিছু না বলে বাড়ি চলে আসে। পরে জানতে পারে, সেই বন্ধুকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ দাবি করা হচ্ছে। একসময় তাকে উদ্ধার করা সম্ভব হলেও, সে মৃত অবস্থায় পাওয়া যায়। ছেলেটির মা-বাবা পাগল প্রায় হয়ে যান। এই ঘটনা সম্পর্কে জেনি বিস্তারিত জানে তার মামার অফিসে বসে, যিনি পাগলা গারদের ইনচার্জ। এরপর জেনি সন্দেহ ও অবিশ্বাস নিয়ে পেছনের কাহিনি উন্মোচন করতে বের হয়। সে আবার ছাদে গিয়ে, সেই জায়গাটি পরখ করে যেখানে বন্ধুটি পড়ে ছিল, এমনকি বন্ধুর লাশও কবর থেকে তোলার সিদ্ধান্ত নেয়। তারপর সে একের পর এক নিষ্ঠুরতা আর বিস্ময়ের এক চরম উত্তেজনাকর ঘটনার সম্মুখীন হয়। এটি সত্য কাহিনি অবলম্বনে লেখা একটি দুর্দান্ত কিশোর উপন্যাস।