Authors
Explore our collection of books across different authors
মনযূরুল হক
1
Books
14
Followers
মনযূরুল হক। পুরো নাম : মো. মনযূরুল হক মোর্শেদ। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯১। গ্রামের বাড়ি উজিরপুর, বরিশাল। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড থেকে তাকমিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রকাশিত গ্রন্থ ১২টি। ২০১৫ সালে বাংলাভাষার সবচে’ বড় ব্লগ ‘সামহোয়্যার ইন ব্লগ’থেকে সেরা ফিচার লেখক সম্মাননা পেয়েছেন। ত্রৈমাসিক সেমি-একাডেমিক জার্নাল পুনর্পাঠ’র নির্বাহী সম্পাদক। রকমারি.কমে লেখক সমন্বয় বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। অবসরে অনুবাদ করেন এবং জাতীয় দৈনিকে কলাম লেখেন।