বিশ্বায়নের এই যুগে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিকীকরণের ফলে শিক্ষার্থী ও গবেষকরা আজ বৈশ্বিক পর্যায়ে জ্ঞান অর্জন, বিনিময় এবং গবেষণার সুযোগ পাচ্ছেন। তবে এই পথচলা সহজ নয়। ভাষা, সংস্কৃতি, ভিসা প্রক্রিয়া, অর্থসংস্থান, গবেষণার সুযোগ খোঁজা থেকে শুরু করে প্রতিটি ধাপেই রয়েছে জটিলতা। অনেক সময় সঠিক তথ্য ও নির্দেশনার অভাবে হোঁচট খায় সম্ভাবনাময়ীরা। "বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণার সম্পূর্ণ নির্দেশিকা" গ্রন্থটি রচিত হয়েছে ঠিক এমন চাহিদাকে সামনে রেখে। এটি আপনার স্বপ্নযাত্রার একটি বিশ্বস্ত সঙ্গী, যা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে পাশে থাকবে। দেশ, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ আবেদন, গবেষণার প্রস্তুতি, জীবনযাপনের খুঁটিনাটি, সাংস্কৃতিক অভিযোজন সবকিছুই এখানে স্পষ্ট ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করা হয়েছে। বইটিতে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, অভিজ্ঞ শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের বাস্তব জীবনের পরামর্শ স্থান পেয়েছে। এছাড়াও, প্রয়োজনীয় ফর্ম পূরণের নমুনা, গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের তালিকা, এবং জরুরি পরিভাষার বাংলা ব্যাখ্যা যোগ করে এটিকে ব্যবহারবান্ধব করে তোলা হয়েছে। প্রতিটি অধ্যায়ে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, আন্তর্জাতিক সংস্কৃতির ধারণা, এবং গবেষণার সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্যসমৃদ্ধ আলোচনা। এই গ্রন্থ রচনায় আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সর্বশেষ তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে পাঠকদের প্রতি অনুরোধ—বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে সরাসরি তথ্য মিলিয়ে নেওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমরা বিশ্বাস করি, এই বইটি আপনার সিদ্ধান্ত গ্রহণকে সহজতর করবে এবং বিদেশে শিক্ষা ও গবেষণার যাত্রাকে করবে সুসংহত ও সাফল্যমণ্ডিত। এ যেন আপনার হাতের কাছে থাকা একটি জ্ঞানভাণ্ডার, যা আপনাকে বিশ্বের যেকোনো প্রান্তে স্বপ্ন পূরণের পথে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে থাকবে।