Authors
Explore our collection of books across different authors
ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া
8
Books
9
Followers
ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া ১৯৭৯ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অন্তর্গত হাটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে মেক্সট (MEXT) স্কলারশিপের অধীনে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেন। ড. ভূঁইয়া তার গবেষণার ক্ষেত্রে উচ্চতর দক্ষতা অর্জনের জন্য ভারতের এফআরআই (FRI) এ আরটিএফডিএস (RTFDS) প্রোগ্রামে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন। ড. ভূঁইয়া যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটি এবং সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয় থেকে দুটি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। এই উচ্চতর ডিগ্রিগুলো তার গবেষণা দক্ষতা এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রেক্ষাপট আরও প্রশস্ত করেছে। ড. ভূঁইয়া আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। তিনি ৪০ বছরের নিচে সেরা তরুণ বিজ্ঞানী হিসেবে প্যাসিফিকেম অর্গানাইজেশন থেকে পুরস্কৃত হয়েছেন, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং আমেরিকার এএসএম (ASM) থেকে ইনফেকশাস ডিজিজ ফেলোশিপ লাভ করেছেন। তার গবেষণাকর্ম আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চ প্রশংসিত হয়েছে। ড. ভূঁইয়া অজানা ও কালচারের অযোগ্য মাইক্রোবস থেকে অ্যান্টিবায়োটিকের গবেষণায় বিশেষজ্ঞ। তার গবেষণা জীবাণুর নতুন প্রতিরোধ ব্যবস্থা খুঁজে বের করতে বিশেষ অবদান রেখেছে। তিনি আন্তর্জাতিক সম্মেলন, সিম্পোজিয়ামসহ বহু বৈশ্বিক মঞ্চে তার গবেষণার ফলাফল উপস্থাপন করেছেন। তার উদ্ভাবনী গবেষণা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ সমস্যা সমাধানে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ গবেষণার জন্য তিনি আন্তর্জাতিকভাবে উচ্চ প্রশংসা অর্জন করেছেন। বিজ্ঞানী হিসেবে তিনি দুটি বৈজ্ঞানিক গ্রন্থ রচনা করেছেন এবং বহু গবেষণা প্রবন্ধ, প্রসেস এবং পেটেন্ট তৈরি করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।