মানুষের সভ্যতা যেমন অগ্রসর হয়েছে, তেমনি বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগেও কিছু বিস্ময়কর প্রশ্ন থেকেই যায়। যদি কখনো গরুরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা শুরু করে? যদি তারা নিজেদের জন্য রাজনীতি, প্রযুক্তি, মহাকাশ অভিযান কিংবা সামাজিক বিপ্লবের সূচনা করে? কেমন হতো সেই পৃথিবী? এই গ্রন্থে কল্পনা ও হাস্যরসের মিশেলে তুলে ধরা হয়েছে এক ব্যতিক্রমী বাস্তবতা—যেখানে গরুরাই হয়ে উঠেছে সমাজের চালিকা শক্তি! কখনো তারা রাজনীতিবিদ, কখনো বিজ্ঞানী, কখনোবা মহাকাশচারী। মানব সভ্যতার বিভিন্ন স্তরের অনুকরণে তারা তৈরি করেছে নিজেদের জন্য আইন, প্রযুক্তি, এমনকি মহাজাগতিক স্পেস প্রোগ্রামও! এই রম্যগল্পের প্রতিটি অধ্যায়ই বৈজ্ঞানিক কল্পকাহিনি ও ব্যঙ্গ-বিদ্রূপের এক অপূর্ব সংমিশ্রণ। বাস্তব ও অবাস্তবের সীমারেখা মুছে দিয়ে, এক নতুন দৃষ্টিকোণ থেকে সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিককে কৌতুকময় ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এই বই শুধু হাস্যরস সৃষ্টির জন্য নয়, বরং পাঠকদের ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের জন্যও। কল্পনার আশ্চর্য জগতে প্রবেশ করে পাঠক একদিকে যেমন হাসবেন, অন্যদিকে সমাজের বাস্তব দিকগুলো নিয়ে নতুন করে ভাবতে শিখবেন। অবশেষে, এই গ্রন্থ তাদের জন্য, যারা বিজ্ঞান, কল্পনা ও ব্যঙ্গাত্মক রম্য সাহিত্যের মিশ্রণে এক নতুন স্বাদ পেতে চান। আশা করি, পাঠকগণ এই যাত্রা উপভোগ করবেন এবং গরুর মহাজাগতিক বিপ্লবের হাস্যকর, অথচ চিন্তাশীল দুনিয়ায় হারিয়ে যাবেন!