মানুষের জীবনে অন্যতম দুঃখজনক ব্যাপার হলো আরেকজন মানুষের 'দাস' হয়ে থাকা। পৃথিবীর ইতিহাসে কখনো মানুষকে 'আক্ষরিক অর্থে', অর্থাৎ শারীরিকভাবে দাস বানিয়ে কেনাবেচা করা হয়েছে, আবার কখনো মানসিকভাবে। কেউ বাস্তবতার কাছে জিম্মি, কেউ সরকারের অদৃশ্য শিকলের কাছে, কিংবা নিজের লোভ-লালসার কাছে। যেভাবেই আপনি দাস হয়ে থাকুন, সেই অবস্থায় নিজের উন্নতি করার উপায় কী? দাস হয়ে উন্নতির একমাত্র পন্থা হলো 'মনিব' এর সহযোগী হওয়া এবং দাসত্বের সিস্টেমকে মজবুত করতে সাহায্য করা।