অমীমাংসিত: ডাঃ আয়মান শরিফের রহস্যময় কেসফাইল ডাঃ আয়মান শরিফ—একজন প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট। বছরের পর বছর তিনি মানুষের মনের গহীনে প্রবেশ করেছেন, তাদের ভয়, অবচেতন সত্তা আর মানসিক বিভ্রান্তির সমাধান খুঁজেছেন। কিন্তু কিছু কেস... কিছু ভয়ংকর ঘটনা আজও তাকে তাড়া করে ফেরে। এমন কিছু অভিজ্ঞতা, যা যুক্তি বা বিজ্ঞানের কোনো পরিসরে ব্যাখ্যা করা সম্ভব নয়। রোগীদের ফিসফিসানি, নিঃসঙ্গ রাতের আতঙ্কজনক স্বপ্ন, নিজের প্রতিবিম্বে দেখা অন্য এক ছায়া, নিখোঁজ হওয়ার আগের শেষ মুহূর্তের দুঃস্বপ্ন—এসব কি নিছক মানসিক বিভ্রম? নাকি বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এমন এক অন্ধকার, যা আমাদের জ্ঞান-বুদ্ধির বাইরের কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত? দিন যত গড়িয়েছে, আয়মান বুঝতে পেরেছেন, তিনি শুধু একজন মানসিক রোগ বিশেষজ্ঞ নন—তিনি এমন এক রহস্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যা মানুষকে ভয় পাইয়ে দিতে যথেষ্ট। কিছু অদ্ভুত কেসের তদন্ত করতে গিয়ে একসময় তিনি বুঝতে পারেন, তার নিজের জীবনও জড়িয়ে পড়েছে এই অশরীরী ছায়ার জালে। কিন্তু সবচেয়ে ভয়ংকর সত্য হল তার আপনজনের মৃত্যু, যা এক ভয়াবহ রহস্য! তা কি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে আছে এমন কিছু, যা মানুষ কল্পনাও করতে পারে না? সত্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আয়মান কি তার আপনজনের মৃত্যু রহস্যের জট খুলতে পারবে? নাকি সে নিজেই হারিয়ে যাবে এই শীতল, বিভীষিকাময় ধাঁধার অতলে? আপনি কি প্রস্তুত? শীতল আতঙ্কের এক জগতে প্রবেশ করতে চলেছেন আপনি! সতর্কতা: প্রস্তুত থাকুন! কারণ কিছু সত্য এতটাই ভীতিকর যে, জানতে পারলে ঘুম হারাম হয়ে যেতে পারে!
"আজকে পড়া শেষ করলাম, অসাধারণ লেগেছে, আমিও ভুতে বিশ্বাস করিনা কিন্তু ভয় পাই।তুলির মৃত্যু ব্যথিত করেছে।এই বইয়ের প্রতিটি টা পর্বে একটা থ্রিল অনুভূতি হয়েছে।লেখিকার জন্য শুভকামনা।"
আজকে পড়া শেষ করলাম, অসাধারণ লেগেছে, আমিও ভুতে বিশ্বাস করিনা কিন্তু ভয় পাই।তুলির মৃত্যু ব্যথিত করেছে।এই বইয়ের প্রতিটি টা পর্বে একটা থ্রিল অনুভূতি হয়েছে।লেখিকার জন্য শুভকামনা।
Read all reviews on the Boitoi app
বাক্যশৈলী, শব্দ ও ভাষার গঠন- সব দিক থেকে মনে হয়েছে এই বইটা বাংলা প্যারাসাইকোলজির গল্পের জনরায় একটা পাথেয় হিসেবে থাকবে। যদি একটু সময় পান, আমার মনে হয় কিনে পড়াই ভালো।
বইটির শুরু থেকে বুঝতেই পাড়ি নি শেষটায় কি হতে যাচ্ছে। অনেক ভালো লেগেছে আমার কাছে বইটি, প্রতিটি গল্পই আলাদা, ভিন্ন। গল্প শেষে মনে হয়েছে ডাঃ আয়মান শরিফের আর একটা বই হলে ভালো হবে। দেখা যাক সেটা হয় কি না।
Amazing story telling!!