Authors
Explore our collection of books across different authors
ডানা মির্জা
2
Books
17
Followers
আমি জন্মগ্রহণ করেছি ৬ই অক্টোবর, ঢাকায়। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা (টি অ্যান্ড টি বোর্ড), মা গৃহিণী। শৈশব কেটেছে ঢাকাতেই। ইডেন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করি। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ছিল গভীর টান। একসময় নিয়মিত লিখতাম প্রথম আলো এবং ভোরের কাগজে। তবে লেখাপড়া ও কর্মজীবনের ব্যস্ততায় লেখালেখি কিছুটা অনিয়মিত হয়ে পড়ে। তবুও লেখালেখি কখনোই ছাড়তে পারিনি—ঐ যে, মনের ক্ষুধা! দীর্ঘ সময় বিভিন্ন এয়ারলাইনে কেবিন ক্রু হিসেবে কাজের সুবাদে ঘুরেছি নানা দেশ-বিদেশ। অবশেষে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছি। এবার আমার লেখা বইয়ের কথা বলি। এ পর্যন্ত তিনটি বই প্রকাশিত হয়েছে— 📖 “দ্যাট ফিফটিন মিনিটস” প্রকাশিত হয় ২০২২ সালের একুশে বইমেলায়। 📖 “জাতিস্মর” এবং “ডাঃ আয়মান শরীফ” ই-বুক হিসেবে প্রকাশিত হয়েছে "বইটই" থেকে। 📖 “প্রণয় শ্লোক” নামে একটি কবিতার ই-বুক প্রকাশিত হয়েছে "বইঘর" থেকে। পরিশেষে, একটা স্বপ্ন লালন করি—পাঠকদের মনে গেঁথে যাওয়ার মতো কিছু অসাধারণ লেখা উপহার দিতে চাই, যা আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে তাদের হৃদয়ে। 📌 পাঠকের প্রতিক্রিয়া: "দ্যাট ফিফটিন মিনিটস "বইটা পড়েছি,,, বইটা পড়ার সময় না শেষ করে উঠতে পারিনি ❣️❣️ প্রতিটা কথা,, শব্দচয়ন আর গল্পের সাসপেন্স বরাবরই মুগ্ধ করেছে ❣️❣️ রিনি, ওবায়দুল্লাহ, মা, বন্ধু, গল্পগুলো মনে গভীরভাবে দাগ কেটে গেছে,, পড়ার সময় একটা সিনেমা চলেছে যেন ভাবনার জগতে,, যা গল্পকে প্রাণবন্ত করে তুলেছে আমার কাছে পাঠক হিসেবে ❣️❣️ আশা করি ভবিষ্যতে এত সুন্দর লেখনী অব্যাহত থাকবে ❣️❣️ শুভকামনা আর ভালোবাসা আপু,,, দেখা হলে অটোগ্রাফ নিতাম ❣️❣️ ধন্যবাদ" — নিশাত জাহান