শহরে হঠাৎ করে একের পর এক খুন। খুনগুলো নির্দিষ্ট প্যাটার্নের। সবার মৃত্যু ফাঁসিতে,আর প্রত্যেকের ই অনামিকা কাটা। ডাক পড়লো দুঁদে গোয়েন্দা অংশুমান রায়ের। সাথে যোগ দিলো জয়িতা চৌধুরী। কী খেলা চলছে এই মৃত্যুগুলোর মাঝে?
লেখকের সাবলীল লেখা সকলকে পড়ার আমন্ত্রণ।
Read all reviews on the Boitoi app
দারুণ!
লেখকের সম্ভবত অল্প কিছু থ্রিলার লেখার মধ্যে এটা একটা। লেখার স্টাইল সবসময়েই সাবলীল। কোথাও অতিরিক্ত কিছু নেই, বরং আরেকটু লিখলেও খারাপ হতো না। শেষের কেসটা কি একই ধরণের কিনা তা বুঝতে পারলাম না। সমাপ্তিটা আরেকটু স্ট্রং হলে ভালো লাগত। পার্সোনালি আমি অতিরিক্ত গোয়েন্দা গল্প আর মার্ডার মিস্ট্রি নিয়ে সময় কাটানোর কারণেই হয়ত কে আর কীভাবে—এই দু’টো বুঝে ফেলেছিলাম কাহিনির মাঝামাঝি থেকেই। তবে কেন, সেটা নিয়ে দ্বিধা ছিল। আমি একটা ভেবেছি পারিবারিক কারণ, আরেকটা ভেবেছি প্রেমঘটিত। তবে আসল কে, কেন আর কীভাবে—সবটাই পরের পাঠকের জন্য তোলা থাকল। একটা কথা বলতে পারি যে একটানে পড়ে ফেলার মতো টানটান রহস্য। এরকম আরও লিখলে আমার মতো পাঠকেরই লাভ॥