Authors
Explore our collection of books across different authors
শারমিন সুলতানা চৌধুরী
19
Books
384
Followers
পেশায় চিকিৎসক। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয়। বাবা ডঃ মোহাম্মদ শফি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন,বর্তমানে অবসরে। মা সুলতানা মমতাজ বেগম তিন ছেলে মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি,এইচ এস সির গন্ডি পেরিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। এক কন্যা জয়িতাকে নিয়েই অবসর কাটে। নেশা লেখালিখি। ২০১৭ সালে প্রথম লেখালিখিতে হাতেখড়ি। ২০১৮ তে পেন্সিল,জানালাসহ বিভিন্ন সংকলনে লেখা প্রকাশিত হবার পর ২০১৯ এ অমর একুশে বইমেলাতে তাম্রলিপি প্রকাশনী থেকে আসে প্রথম একক উপন্যাস সমান্তরাল বৃত্ত। এরপর ২০২০ বইমেলায় প্রেম অভিন্ন সংজ্ঞা ভিন্ন সাদরে সমাদৃত হয়। ২০২১ ছিল থ্রিলার জগতে পা ফেলার সময়। ‘প্রতিবিম্ব’ প্রকাশিত হয় ২০২১ এর বইমেলাতে। আর ২০২১ এর সেপ্টেম্বরে প্রকাশিত দ্বিতীয় জীবন পাঠকের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।