ভালোবাসা মানে অসীম অপেক্ষা। ভালোবাসা মানে কি অসীম শ্রদ্ধাবোধ নয়? শুধুই চাওয়া পাওয়া? চার দেয়ালের গন্ডিবদ্ধ হিসেব নিকেশ!!অধিকার বোধ? কী আশ্চর্য দুজন মানুষ!! একজন আমাকে আটকে রাখতে চেয়েছিল,ভালোবাসার অদ্ভুত খাঁচায়! যেখানে আমার নিজের ইচ্ছের কোনো মূল্য ছিল না। ছিল ওর নিজের ইচ্ছেটাকেই আমার স্বপ্ন ভেবে নেওয়া। আমার ভালোবাসার এতটুকু প্রাণ ছিলো না সেখানে। একদিন শুধু নিজের মতো নিশ্বাস নিলাম,সেটুকুই বিষাক্ত হয়ে গেল! আর অন্যজন! আমাকে ওড়ার জন্য আকাশ চিনিয়ে দেওয়া মানুষটা! আমি ভাঙা ডানা নিয়েই তো উড়ছিলাম,আকাশটুকু কেন মেঘে ঢেকে দিলো? সময় একটা আশ্চর্য কিছু!! যখন আমরা খুব প্রিয় মানুষকে ঘিরে থাকি,সময়ের তখন ডানা থাকে, উড়ে বেড়ায়!! আর যখন সে মানুষ টা রয় স্পর্শের বাইরে..সময় হয়ে পড়ে স্থবির! কিছু কিছু অনুভব সে স্থবির সময়কেও অতিক্রম করে। কিছু কিছু আলিঙ্গন কয়েক মুহূর্তের হয়!! যেখানে সময় থেমে যায়,প্রকৃতি হয় ঈর্ষাকাতর,অমাবস্যার চাঁদও লাজে রাঙা হয়!! বৃষ্টি ভাবে,এ কী আশ্চর্য ঝড়! আর রৌদ্রের নয়নে,সুখের রোদন!! কিছু কিছু আলিঙ্গন কয়েক মুহূর্তের হয়, সে মুহূর্ত জন্ম নিতে,কয়েক জনম লয়!!
ভালোবাসি বলার জন্য শব্দের প্রয়োজন নেই সবসময়, ঠিক কোন একটা মুহূর্তে, পাশাপাশি না থেকেও ঠিই একটা দীর্ঘশ্বাসে খুঁজে নেয়া যায় দুজনের নাম, কেউ না জানুক, শুধু তাদের অপেক্ষা টুকু তা জানে। বন্ধন ছাড়া বুঝি বিশ্বাসটুকু হারিয়ে যায়! কারো চলে যাওয়া দেখার চেয়ে নিষ্ঠুর কিছু কি আছে পৃথিবীতে? চোখের পলকে কত অনায়াসেই অতীতে ফিরে যাওয়া যায়, যদি কয়েকটা মুহূর্ত পিছিয়ে যেত জীবন? কেন অপেক্ষাগুলো সবসময়ই একজনই করে, আরেকজন সেটা ছুঁয়েও দেখে না। -"ইশ্বর, আমার অশ্রুগুলো যদি কখনো অভিশাপ দেয়, তুমি আশীর্বাদ ভেবে নিও। যদি তোমায় কখনো ওকে নিয়ে অভিযোগ জানাই, প্রার্থনাই ধরে নিও... আর কখনো যদি ও আমায় ঘৃণা করে... ইশ্বর... আমায় না হয় ভালোনাসই বুঝিয়ে দিও।"
Read all reviews on the Boitoi app
মিষ্টি প্রেমের গল্প