খুব সাধারণ কিছু স্বপ্ন ছিল অধরার। অনুপম আর তাদের রাজকন্যা অহনাকে নিয়ে। ভাঙন এলো ঝড়ের মত, সব ভাঙনের শব্দ হয় না কাঁচ ভাঙার মতো। হয়তো টুকরো ই হয়ে যেত অধরা, যদি সুহৃদ না আসত তার জীবনে। নিয়তিও তার নিজের খেলায় মেতে উঠলো। মানুষ যে তার শখের খেলনা! বড় আশ্চর্য এই ভালোবাসা...আর মানবজনম... জীবন তাই পাশাপাশি বয়ে চলা দুটো সমান্তরাল বৃত্ত!