পাহাড়ের চূড়ায় নির্জন এক রিসোর্ট 'মায়াধারা রিট্রিট', যেখানে এক বছর ধরে রাত নামলেই ঘটে যায় ভয়ংকর ঘটনা। ঝর্ণার কাছে সাদা পোশাকের রহস্যময় এক নারীকে দেখা যায়, আর যারা তাকে অনুসরণ করে, তারা আর সহজে ফিরে আসে না! রিসোর্টের মালিক, ওয়াসিম মাহমুদ, সাহায্য চান রহস্য-উদ্ঘাটক ইয়ান ও জারিফের কাছে। অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারে, এক তরুণ সাদিক নিখোঁজ হয়েছে, যার কোনো খোঁজ মেলেনি! সাদিককে খুঁজতে তারা গভীর জঙ্গলে প্রবেশ করে, যেখানে প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে আছে অদৃশ্য ভয়। তারা কি সাদিককে খুঁজে পাবে, নাকি নিজেরাই চিরতরে হারিয়ে যাবে এই রহস্যময় মায়াধারায়?
অনেক বেশি সুন্দর ❤️❤️❤️
Read all reviews on the Boitoi app