Authors
Explore our collection of books across different authors
রুকাইয়া রিতা
5
Books
32
Followers
রুকাইয়া রিতা, ১৯৯৬ সালের ১০ নভেম্বর পঞ্চগড় জেলার এক সুশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ আব্দুর রাজ্জাক এবং মা নুরজাহান বেগম নাজমা উভয়েই হাইস্কুল শিক্ষক। মা বাংলার শিক্ষিকা হওয়ায় ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি রুকাইয়ার বিশেষ ভালোবাসা তৈরি হয়। মায়ের উৎসাহে তিনি বইয়ের জগতে পা রাখেন এবং সাহিত্যের প্রতি গভীর অনুরাগ গড়ে তোলেন। শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা তাকে এই বিষয়ে পড়াশোনায় অনুপ্রাণিত করে। রুকাইয়ার জীবনে সবচেয়ে বড় প্রেরণা তার স্বামী মোঃ ইমরান হোসেন। ইমরান শুধু তার জীবনসঙ্গী নন, বরং লেখালেখির প্রতিটি পদক্ষেপে তার পাশে থেকে সাহস ও সমর্থন যুগিয়ে চলেছেন। ইমরানের অনুপ্রেরণা রুকাইয়াকে সাহিত্যের পথে এগিয়ে যেতে এবং নিজের স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী করে তুলেছে। "ধ্রুবতারার স্বপ্নকাহন" রুকাইয়া রিতার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। এই বইটির প্রতিটি গল্প পাঠকদের জীবনের আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে এবং তাদের অবসর সময়কে রাঙিয়ে তুলবে। তিনি বিশ্বাস করেন, বাংলা সাহিত্য আমাদের জীবন ও সংস্কৃতির অন্তঃস্থলে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম। রুকাইয়া রিতা চান, তার লেখাগুলি পাঠকদের মনে দাগ কেটে যাক এবং বাংলা সাহিত্যের প্রতি তাদের ভালোবাসা আরও গভীর করুক। পাঠকের আনন্দই তার লেখার সবচেয়ে বড় প্রাপ্তি।