স্টিফেন লিডস। মানসিক রোগী নাকি জিনিয়াস? এই প্রশ্নের উত্তর কারও কাছে নেই। কিন্তু তার নিজের জীবন চলে প্রশ্নের উত্তর খুঁজে। যে প্রশ্নের কোনো উত্তর কারও কাছে থাকে না সেই উত্তর বের করাই তার কাজ। স্টিফেনের কাছে একটা সাদা খাম এসেছে। নাম-ঠিকানা কিচ্ছু নেই খামে। ভেতরে শুধু একটা ফটোগ্রাফ। কিন্তু ফটোগ্রাফটা যেই সময়ের সেই সময় ক্যামেরা নামক যন্ত্রটার অস্তিত্বই ছিল না। আবিষ্কৃতই হয়নি। কয়েকদিন পর আবার একই ধরনের ছবি আসল আরও একটা। যখন ক্যামেরাই ছিল না সেই সময়কার ছবি তোলা হচ্ছে কিভাবে? তাহলে কি ক্যামেরা আবিষ্কারের ইতিহাস ভুল জানি আমরা? নাকি এইসব ছবি টাইম ট্রাভেলের ফলাফল? নাকি নিছক ফটোসশপের কারসাজি দিয়ে ধাপ্পাবাজি করার চেষ্টা করছে কেউ? আর এই সবকিছুর সাথে স্টিফেনের হারানো ভালোবাসার সম্পর্কটাই বা কোথায়? কৌতুহলী হয়ে উঠল স্টিফেন। জড়িয়ে পড়ল এক অন্যরকম রহস্যের জালে।
"আমার নাম স্টিফেন লিডস। আর দশজনের মত না হলেও আমি বেশ সহজ, স্বাভাবিক। কিন্তু আমার হ্যালুসিনেশনের মানুষ গুলো একটুখানি অস্বাভাবিক।" কাহিনী সংক্ষেপ: স্টিফেন লিডস। মানসিক রোগী নাকি জিনিয়াস? এই প্রশ্নের উত্তর কারও কাছে নেই। কিন্তু তার নিজের জীবন চলে প্রশ্নের উত্তর খুঁজে। যে প্রশ্নের কোনো উত্তর কারও কাছে থাকে না সেই উত্তর বের করাই তার কাজ। স্টিফেনের কাছে একটা সাদা খাম এসেছে। নাম-ঠিকানা কিচ্ছু নেই খামে। ভেতরে শুধু একটা ফটোগ্রাফ। কিন্তু ফটোগ্রাফটা যেই সময়ের সেই সময় ক্যামেরা নামক যন্ত্রটার অস্তিত্বই ছিল না। আবিষ্কৃতই হয়নি। কয়েকদিন পর আবার একই ধরনের ছবি আসল আরও একটা। যখন ক্যামেরাই ছিল না সেই সময়কার ছবি তোলা হচ্ছে কিভাবে? তাহলে কি ক্যামেরা আবিষ্কারের ইতিহাস ভুল জানি আমরা? নাকি এইসব ছবি টাইম ট্রাভেলের ফলাফল? নাকি নিছক ফটোসশপের কারসাজি দিয়ে ধাপ্পাবাজি করার চেষ্টা করছে কেউ? আর এই সবকিছুর সাথে স্টিফেনের হারানো ভালোবাসার সম্পর্কটাই বা কোথায়? কৌতুহলী হয়ে উঠল স্টিফেন। জড়িয়ে পড়ল এক অন্যরকম রহস্যের জালে। পাঠ প্রতিক্রিয়াঃ ভিন্নধর্মী একটা প্লট।সেইসাথে কয়েকটা জনরার দারুণ কম্বিনেশন।প্রথমে খুব স্লো শুরু হলেও মাঝখানের পড়ে চরম মজা পেয়েছি।তবে আরো একটু ডিটেইলিং হলে ভালো হতো।বেশি সংক্ষেপ হওয়াতে শেষের দিকে গিয়ে ঠিক যেন জমে উঠলো না আমার কাছে।খুবই খুবই সিম্পল লেগেছে এন্ডিং টা।আমার প্রত্যাশা আরো বেশি ছিল।তবে সিরিজের বাকি বই গুলো পড়লে সম্ভবত প্রত্যাশা অনু্যায়ী চাহিদা মিটবে😑 অনুবাদ খুবই খুবই ভালো হয়েছে।কিন্তু অনুবাদক ভাই এই নোভেলা পড়তে গিয়ে লিজিয়নের সাথে আপনি কেন নিজেকে কানেক্টেড ফিল করেছেন বুঝলাম না।আরো অনেক পাঠকই নাকি পড়তে গিয়ে নিজেদের তারা এইটার সাথে কানেক্টেড ফিল করেছেন।আমি নিজে এমন কিছু ফিল করতে পারি নাই। অল্প কিছু বানান ভুল ছিল।ইবুক পড়াতে বইয়ের প্রোডাকশন কোয়ালিটি কেমন তা বলতে পারছি না।বইটই অ্যাপ নিয়ে কিছুই বলার নাই।একদম পার্ফেক্ট একটা অ্যাপ।
Read all reviews on the Boitoi app
অসাধারণ ১টি বই। চমৎকার অনুবাদ
বেশ ভালো বই। এত ছোট্ট বইয়ে এত রসদ সত্যিই চমৎকার।