Authors
Explore our collection of books across different authors
ব্র্যান্ডন স্যান্ডারসন
4
Books
12
Followers
ব্র্যান্ডন স্যান্ডারসন আমেরিকান লেখক। ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশনের জন্য বিখ্যাত। জন্ম ডিসেম্বর ১৯, ১৯৭৫! হুগো অ্যাওয়ার্ড ফর বেস্ট নোভেলা, গুডরিডস চয়েস অ্যাওয়ার্ড ফর বেস্ট ফ্যান্টাসি, হুইটনি অ্যাওয়ার্ড, জন ডব্লিউ ক্যাম্পবেল অ্যাওয়ার্ড সহ আরো বহু পুরষ্কার জিতে চলেছেন সেই ২০০৫ সাল থেকে। মিস্টবর্ন এবং দি স্টর্মলাইট আর্কাইভ সিরিজের মত ফ্যান্টাসিতে েমাহিত করে রেখেছেন নিজের পাঠকদের। লিজিওন সিরিজ তার অন্যতম সফল নোভেলা সিরিজ। এই সিরিজে বই তিনটি(লিজিওন, ডিপ স্কিন, লাইস অফ দ্য বিহোল্ডার)। এই সিরিজের নায়ক স্টিফেন লিডস। অতিমানবীয় মস্তিষ্কের অধিকারী ব্যতিক্রমি এই নায়ক সময়ের সাথে স্থায়ী আসন তৈরি করে নিচ্ছেন সারাবিশ্বের পাঠকদের মধ্যে। একই ভাবে বাংলাদেশে পাঠকদের মনে জায়গা করে নিচ্ছেন লেখক ব্র্যান্ডন স্যান্ডারসন। তার লেখা মিস্টবর্ন এবং স্টর্মলাইট আর্কাইভ নিয়ে মাঝে মাঝেই প্রশংসাসূচক আলোচনা দেখা যায় আনলাইন গ্রুপগুলোতে। বইগুলো নিজগুণেই আরো বেশি আলোচিত সমাদৃত হবে সেটা বলাই যায়।