Authors
Explore our collection of books across different authors
নিয়াজ মাহমুদ সাকিব
12
Books
57
Followers
জন্ম ও বেড়ে ওঠা বরিশালে। বিশ্বাস করেন, লেখকের পরিচিতি অন্তর্নিহিত থাকে লেখকের লিখে রাখা শব্দগুলোতে। পত্রিকাগুলোতে লেখালেখির মধ্য দিয়েই লেখালেখির শুরু। অমৃত লাল দে বিদ্যাপীঠ থেকে এসে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাংগুয়েজেস” প্রোগ্রামে। সেখানেই স্নাতক! সেখানেই ইংরেজী ভাষা নিয়ে গবেষণারত আছেন এখনো। ভারতীয় উপমাহাদেশ থেকে প্রথম এবং কনিষ্ঠতম লেভিয়াথান আই কিউ সোসাইটির সংগঠক হিসেবে কাজ করছেন তিনি। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সাথে কাজ করছেন তিনি।তাঁর লেখা “ প্রতিশোধনামা, হ-য-ব-র-ল আনন্দ শিক্ষাযজ্ঞ, ৯০ দিনে স্প্যানিশ যজ্ঞ, জমিনে সন্ধ্যা-বৃষ্টি এবং সুখ যুদ্ধে চুমুর ফুল” বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে।