ভারত পাকিস্তানের বর্ডারের সীমানা নির্ধারণ নিয়ে হজসন সহ আমেরিকা, ব্রিটিশদের তুলকালাম তৎপরতা চলছে। বছরের পর বছর ধরে একেকটা যুদ্ধ, যুদ্ধগুলোতে সৈন্যদের অংশগ্রহণ, সরাসরি সমরাঙ্গণের অনুভূতি দেবে আপনাকে যুদ্ধ দামামা। কারা ছিল কাশ্মীর যুদ্ধের নেপথ্যে? কেনই বা ভারতীয় সৈন্যদেরকে মেরে ফেলা হয়েছিলো? কেনই বা না মেরেও দোষ পাকিস্তানিদের ঘাড়ে উঠেছিলো? তুষারাবৃত পর্বতে যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছিলো কোন মম রাগিণীর বীণে? কারা কারা মানচিত্র নিয়ে দৌড়ঝাঁপ করেছিলেন খুব বেশি? বর্তমানে সেসব সমরাঙ্গনের পরিস্থিতি কী? সফল হয়েছিলেন কী কারটোগ্রাফাররা? প্রথম খন্ড এভাবেই এগিয়ে যায়। সে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ এবং ভারতের অসহযোগিতা, এসবকিছুকে ভিত্তি করেই সম্পূর্ণ ইতিহাস ভিত্তিক না হলেও ইতিহাস অবলম্বনে নির্মিত হয় যুদ্ধ দামামা।