কিভাবে শূন্য থেকে শূন্যে উড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো? বাটালি খুর দিয়ে খোদাই কৃত শৈল্পিক দেহাবয়বের কাই গ্রিনের জীবনের ই বা ঘুরে দাঁড়ানোর অধ্যায়টা কেমন ছিল? কি করে জন্ম হয়েছিল এক গোবরে পদ্ম ফুল অ্যআন্তনই ম্যাথিউসের? 'লিও মেসি' নামক ঐতিহাসিক উপাখ্যানের কি আলাদা কোন নামের দরকার আছে? কিংবা ধনকুবের এলেন মাস্কের জীবনটা কি খুবই সহজ ছিল? সেসব প্রশ্নের উত্তর জানতেই বই অনুপ্রেরণাদায়ী সেরাদের আখ্যান!