“লেখক হতে চাইলে” বইটির লেখক ক্যারিয়ারের বেশ দীর্ঘ একটা সময় কাটিয়েছেন রকমারি ব্লগ ও ই-মেইল নিউজলেটার সেকশনে। তাই একেবারেই নতুন লেখকদের জন্য নিজ অভিজ্ঞতার সম্পূর্ণ নির্যাসটুকুই নিংড়ে দিতে চাইলেন যেন । প্রচুর বই পড়েন, বই লেখেন, কিংবা বই লিখতে আগ্রহী হয়ে উঠছেন দিন দিন এমন সব উঠতি লেখকদের প্রতিই মূলত লেখকের নজর একটু বেশি ছিল। লেখকদের জন্য প্রস্তুত করা একেকটা টোটকা এই বইটির লেখক যেন কোনোভাবেই আর আড়ালে রাখতে চাইলেন না। তিনি মনে করেন, লেখালেখির পুরো ব্যাপারটাই সার্বজনীন হওয়া উচিত। সবাই লিখবে, সবাই পড়বে এমন কোনো দিনের স্বপ্নই দেখেন লেখক। এমন কোনো জগৎই হয়তো লেখকের আদর্শ জগৎ। লেখক কিঙ্কর আহসান সবসময় চেয়েছেন, পৃথিবী বইয়ের হোক। আমরাও চাই, পৃথিবীটা লেখালেখিরও হোক। প্রথিতযশা লেখকেরা না লিখলে সৃষ্টির সৃষ্টিশীলতাই তো স্থবির হয়ে পড়বে হয়তো একদিন। এই বইটি সর্বোপরি উঠতি বই লেখকদেরকে লক্ষ্য করে হলেও অন্যান্য সব লেখালেখির ক্ষেত্রেও সহায়ক হতে পারে।শেকড় না থাকলে কি আর গাছ টেকে? ধরে নিতে পারেন, এই “লেখক হতে চাইলে” বইটা লেখালেখি জগতে আপনার নিজের ভিত্তি স্থাপনের শেকড়, যা ধীরে ধীরে বড় হয়ে গাছ হয়ে উঠবে,শাখা প্রশাখা ছড়িয়ে প্রকান্ড এক গাছ হবে একদিন। লেখালেখির এ মহাযজ্ঞে সুস্বাগতম! প্রিয় লেখক!