রিয়াদ সাফায়েত- অজ্ঞাত। আসল পরিচয় কেউ জানেনা। নামটাও ঠিক রিয়াদ সাফায়েত কিনা সন্দেহ আছে। শুধু এতোটুকু জানা যায় যে, রিয়াদ সাফায়েত রাষ্ট্রের একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি।bস্বাভাবিক আর দুইটা মধ্যবিত্ত বাঙ্গালী পরিবারের মতো এক পরিবার থেকেই উঠে এসেছেন রিয়াদ সাফায়েত। তাঁর মায়ের উপর হওয়া পুরুষতান্ত্রিক একেকটা নির্যাতন,অন্য দুইটা বাঙ্গালী পরিবারের কলহ বাঁধে যেমন, তেমন চিরাচরিত চাচা-ফুফু, শাশুড়ি কলহের একেকটা চিহ্ন তাঁর মা বয়ে বেড়িয়েছে বহু বছর। সেসব রিয়াদকে তাড়িয়ে বেড়ায়, প্রতিশোধ নিতে চায় সে! কিন্তু কীসের প্রতিশোধ, কার প্রতিশোধ! এখন রিয়াদের একটা সিদ্ধান্তের উপর পুরো দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন নির্ভর করছে। হাজার হাজার সাধারণ মানুষের জীবন এখন তাঁর হাতের মুঠোয়। পরবর্তী কয়েক প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু কে এই রিয়াদ সাফায়েত? কী তাঁর পরিচয়? তাঁর মনস্তাত্ত্বিক সব জটিলতা, বাস্তবিক শত বাঁধা বিপত্তির মাঝেও সবকিছুকে জয় করে রিয়াদ রাষ্ট্রীয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। আন্তর্জাতিক রাজনীতির বড় একটা টার্গেট এখন রিয়াদ। কূটনীতি, আন্ডারওয়ার্ল্ড, আরো অনেককিছু রিয়াদের সাথে সাথে গল্পেও জড়িয়ে যায়। সাধারণ একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট থেকে কীভাবে বদলে গিয়েছিলো রিয়াদ সাফায়েতের জীবন? কেনই বা সদ্য সমাপ্ত এক গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়ে উঠেছিলেন রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণদের একজন? আর কী ই বা ছিল তাঁর প্রতিশোধ? প্রথম খন্ড এখানেই, পরবর্তী খন্ডের অপেক্ষা।