এদেশে ধর্ম প্রসব করে মানুষের মুখে মুখে। হাটে-ঘাটে-মাঠে সাধারণ মানুষ ধর্মের প্রসববেদনায় কাতরায়। কেউ বুঝে, কেউ না বুঝে ধর্মের আনুগত্য স্বীকার করে। ধর্ম মানুষের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অগ্রণী অবদান রাখে, এবং যুগ যুগ ধরে ধর্মাবতাররা সে শৃঙ্খলার বাণী প্রচার করে গেছেন। এই বইটি ধর্মপ্রাণ, ধর্মভীরু, এবং ধর্মবিরোধী তিন স্তরের লোকদের জন্য সমান সম্ভাবনাময় হতে পারে।