Authors
Explore our collection of books across different authors
তাজুল ইসলাম
3
Books
4
Followers
তাজুল ইসলাম ২০ অক্টোবর ১৯৯৯ সালে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অন্তর্ভুক্ত যতীন্দ্র নারায়ন গ্রামে জন্মগ্রহণ করেন। চরশিবের কুটি প্রাথমিক বিদ্যালয়, লালমনিরহাট থেকে প্রাথমিক শিক্ষা, চরকুলাঘট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট থেকে মানবিক শাখায় মাধ্যমিক এবং কারমাইকেল কলেজ, রংপুর থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যয়নরত। তার প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘শ্রেষ্ঠের সন্ধানে সুন্দরের পূজারী’ (২০১৫), ‘জারজ সন্তান’ (২০১৯) ও ‘দেহ পুড়ে অন্তর জ্বলে’ (২০২০)। প্রকাশিতব্য বইসমূহ: ‘নরকে জান্নাত’ (উপন্যাস), ‘ধর্ম বেঁচে ইমান কিনি’ (কাব্যগ্রন্থ), ‘ইসলাম এবং সন্ত্রাসবাদ’ (অনুবাদ), ‘সোশ্যাল রিসার্চ’ (একাডেমিক)। লেখাচিত্র প্রকাশনী থেকে প্রকাশ হলো প্রথম ই-বুক ‘পুড়ে যাচ্ছে পৌরাণিক বিহঙ্গ’। তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত। তিনি একজন নারী অধিকার উন্নয়ন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন নিয়মিত। ২০১৫ সালে গড়ে তুলেছেন সামাজিক কল্যাণমূলক সংগঠন ‘লালকুড়ি’। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করেন।