কেন দেবী হয়ে ধরা দিলে? যদি পূজা না নাও, গ্রহণ না করো- আমার মনঃপুত সেবা, তবে- কেন মানসজগতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিলে? কেন জলেশ্বরী দেবীর মতো নিঃস্ব, সম্বলহীনকে দেখালে আলোর পথ? তুমি দিবারাত্রির ঘোর কাটানো একমাত্র নারী, স্বপ্নময় অস্পর্শী চেতনাময় আমার মন-মন্দিরে। কেন পরাণের অতল গভীরে তোমার অভিবাদন পৌঁছে দিলে? যদি এই হাত ছুঁয়ে না দেখো, ঐ পরাণের ভিতর জায়গা না দাও! তবে- কেন দুনিয়ার সমস্ত পঙ্কিলতা ছুঁতে দিলে না আমাকে? কেন ধুমাবতী দেবী হয়ে আমাকে প্রলয়ংকারী বিনাশ থেকে বাঁচালে, দিলে জ্ঞান?