Published
April 24, 2025
Language
বাংলা
Pages
106
Published by
ভ্রম ভূমির মাথা বুকের পাঁজরে চেপে ধরে বলে, "আমার হৃদয়ের প্রত্যেক স্পন্দন তোমার নামে হয়। আমার হৃদয়ের প্রত্যেক স্পন্দন বলে, তোমাতে আমি; তুমি ব্যতীত আমি শূন্য, শেষ নিঃশ্বাসও বলবে তোমাতে আমি পরিপূর্ণ। আজন্ম আমৃত্যু চাই তোমায়, তোমাতে আমি হারিয়েছি আমায়।"