আল্লামা ইকবাল বইটি কেন পড়বেন? অনেকেই আল্লামা ইকবালের বইগুলো সরাসরি পড়ে বুঝতে পারবেন না। কারণ, ফিলোসফির স্টুডেন্ট না হলে অনেক পরিভাষা বিগিনারদের আয়ত্বে থাকে না। যেমন: ইকবালের The Reconstruction of Religious Thought in Islam বইটিও বিগিনাররা ধরতে পারেন না। 'আল্লামা ইকবাল: মননে সমুজ্জ্বল' বইটি বিগিনারদের ইকবাল বুঝতে সাহায্য করবে। অনেক পরিভাষার বিস্তারিত আলাপ এসেছে দেশের সেরা লেখকদের আলোচনায়। আবার যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছেন, তারাও নিজেদের ইকবাল পাঠ ও অন্যান্য সেরা লেখকদের ইকবাল পাঠের বোধের তুলনামূলক পার্থক্যটা ধরতে পারবেন এই সংকলনের সহায়তায়। 'আল্লামা ইকবাল: মননে সমুজ্জ্বল' বইটিতে সন্নিবেশিত হয়েছে ইকবালকে নিয়ে বাংলা ভাষায় প্রকাশিত সেরা সেরা প্রবন্ধসমূহ। যাদের লেখনি এই বইয়ে স্থান পেয়েছে: দেওয়ান মোহাম্মদ আজরফ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, ড. সৈয়দ সাজ্জাদ হোসায়েন, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ, মওলানা আবদুর রহীম, কবি গোলাম মোস্তফা, শাহ আবদুল হান্নান, অধ্যাপক শাহেদ আলী, এবনে গোলাম সামাদ, ফররুখ আহমদ, সৈয়দ আলী আহসান, বেগম সুফিয়া কামালসহ অনেক প্রতিথযশা দেশীয় লেখকের। মোট ৬৪টি লেখা এই বইয়ে স্থান পেয়েছে। এছাড়াও বইটিতে বাইরের কিছু লেখকের লেখা অনুবাদ করে সংযুক্ত করা হয়েছে। যেমন: সাইয়েদ আবুল আলা মওদূদী, সাইয়েদ আবুল হাসান আলী নদভী, ড. জাভিদ ইকবাল, খুশবন্ত সিং প্রমুখের লেখা।