Publishers
Explore our collection of books across different publishers
প্রচ্ছদ প্রকাশন
10
Books
41
Followers
২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে প্রচ্ছদ প্রকাশন। ‘মননে ঐতিহ্যিক, প্রকাশে নতুনত্ব’ স্লোগানকে সামনে রেখে সাহিত্যাঙ্গনে কাজ করছে প্রচ্ছদ। মানসম্মত কন্টেন্ট ও রুচিশীল প্রকাশনায় প্রচ্ছদ ইতোমধ্যে সংহত করেছে নিজের অবস্থান। ইসলাম ও মুসলিম উম্মাহ প্রচ্ছদের প্রধানতম বিষয়ক্ষেত্র। ইসলামি জ্ঞান ও চিন্তার বিভিন্ন দিক নিয়ে প্রচ্ছদ নির্মাণ করেছে অনেক বই। বিশ্বের প্রসিদ্ধ ইসলামিক স্কলারদের বই বাংলায় অনুবাদ করে জ্ঞানের দুনিয়াকে সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রয়েছে প্রচ্ছদের। পাশাপাশি ইতিহাস, রাজনীতি, জীবনীগ্রন্থ, শিশুসাহিত্য ইত্যাদি অঙ্গনেও রয়েছে প্রচ্ছদের সাবলীল পদচারণা।