ইখওয়ানের আদর্শ ও আন্দোলনের শীর্ষ ভাষ্যকার উসতায ইউসুফ আল কারযাভীর দৃষ্টিতে ইখওয়ানের সবচেয়ে বড় অবদান হলো—এমন এক নবপ্রজন্ম গড়ে তোলা, যারা ইসলামকে যথার্থরূপে অনুধাবন করে, ইসলামের প্রতি গভীর বিশ্বাস পোষণ করে, যারা ইসলামের কালিমাকে সমুন্নত করতে প্রাণপাত প্রচেষ্টা চালায়, যারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে কাজ করে। এই নবপ্রজন্মই সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সাথে ছড়িয়ে দিয়েছে ইসলামের পুনর্জাগরণের সবুজ স্বপ্ন। উসতায কারযাভী মনে করেন, এই নবপ্রজন্ম গড়ার সফলতার মূল উপাদান হচ্ছে ব্যাপকতর, ভারসাম্যপূর্ণ, বাস্তবানুগ অনিন্দ্য সুন্দর তারবিয়াত পদ্ধতি। এই বইয়ে উসতায কারযাভী ইখওয়ানুল মুসলিমিনের তালিম-তারবিয়াত পদ্ধতিকে উপস্থাপন করেছেন। ব্যাখ্যা করেছেন এই পদ্ধতির ইলমি ভিত্তি। এই তালিম তারবিয়াত কেমন মানুষ গড়ে তুলেছে এবং ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতীয় জীবনে কেমন প্রভাব বিস্তার করেছে, তাও তিনি তুলে ধরেছেন।