সময় আর দূরত্ব নাকি এমন এক মহা ঔষধ যা বড়ো থেকে বড়ো ক্ষত সারিয়ে দেয়। সময়ের সাথে শুধু মানুষ নয়, আবেগ, ভালোবাসা সবই বদলে যায়। দূরত্ব চোখের পাশাপাশি মনেও পর্দা এনে দেয়। তাই তো একটা প্রবাদই আছে, "চোখের দূর তো, মনের দূর," কিন্তু সবসময় কী তা সত্যি? অনেক সময় দূরত্ব শুধু দহনকালের নাম হয়। দূরত্ব অপেক্ষার নাম হয়। ভাগ্যবিধাতা মাঝেমাঝে অদ্ভুত খেলা খেলে; সেই দহনকালে স্বস্তির মেঘ নিয়ে আসেন। আয়মান আর ফারিসা তেমনই দীর্ঘ আট বছরের দহনকাল শেষে কি তেমনই স্বস্তির মেঘ আর বৃষ্টির দেখা পাবে? না, দীর্ঘদিনের দূরত্ব তাদের মাঝে যে দেয়াল সৃষ্টি করেছে, তা শুধু ভুল বোঝাবুঝিটাই বাড়াবে?
"এক বসায় শেষ করেছি। রুকসাতের লেখার বিষয়বস্তুর বৈচিত্র্য লক্ষনীয়। গ্রামীণ পটভূমিতে যেমন চমৎকার লেখা আছে, তেমনি নাটকীয়তাপূর্ণ এই লেখা তার মুকুটে নতুন পালক যুক্ত করেছে। সর্বাঙ্গীণ শুভকামনা।"
#রিভিউ কাহিনী সংক্ষেপঃ গল্প টা সাদামাটা টাইপের রোমান্টিক জনরার ছোট্ট একটি গল্প। গল্পের প্রধান চরিত্রে রয়েছে আয়মান আর ফারিসা। ছোট বেলা থেকেই দুজন দুজনকে চিনে। কিন্তু এর মাঝে আট বছর দুজন দুজনার মাঝে কোনো যোগাযোগ ছিল না। একদিন হুট করে কোন এক কারণে দুজনের অনাকাঙ্ক্ষিত ভাবে বিয়ে হয়ে যায়। কিন্তু কেউই সম্পর্কে স্বাভাবিক হতে পারেনি। দুজনের মনেই দুজনের প্রতি ভালোবাসা থাকা স্বত্বেও দুজনের মাঝে রয়েছে অনেক দূরত্ব। আট বছর আগের কোন এক ঘটনার কারণে! আচ্ছা আট বছর আগে কি হয়েছিল তাদের সাথে? কেনই বা এত ভালোবাসা থাকা স্বত্বেও দুজনের মধ্যে এত দ্বিধা সম্পর্কে আগাতে? দুজন কি কখনো তাদের দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক হতে পারবে? প্রকাশ করতে পারবে কি একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি? ~ পাঠপ্রতিক্রিয়াঃ ছোট্ট এই গল্প টা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। পড়তে পড়তে কখন যে শেষ হয়েছে টেরই পায়নি। আয়মান চরিত্র টি খুব ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
মিষ্টি একটা গল্প ছিল।আর বরাবরই তুমি খুব সুন্দর লিখ❤️
ভীষণ চমৎকার একটি গল্প। প্রথমদিন কিনেছি কিন্তু ব্যস্ততার জন্য পড়তে পারিনি। এখন পড়ে শেষ করলাম। ফারিশা আর আয়মান ওদের দুইজনের জুটি দারুণ মিলছে। গল্পটা ছোট হলেও একদম পারফেক্ট যেন এর বেশি বড় হলে ভালো লাগতো না। রুকসাত আপুর লেখা বরবরই হৃদয় ছোঁয়া। এই গল্পটাও আমার চমৎকার লেগেছে।
এক বসায় শেষ করেছি। রুকসাতের লেখার বিষয়বস্তুর বৈচিত্র্য লক্ষনীয়। গ্রামীণ পটভূমিতে যেমন চমৎকার লেখা আছে, তেমনি নাটকীয়তাপূর্ণ এই লেখা তার মুকুটে নতুন পালক যুক্ত করেছে। সর্বাঙ্গীণ শুভকামনা।
দুরত্ব ভালবাসা না কমিয়ে বাড়িয়েও দিতে পারে,আয়মান আর ফারিসার চমৎকার ভালবাসা মন ছুয়ে গেল।
সুন্দর ও গোছানো একটা উপন্যাসিকা ❤️! আয়মান ও ফারিসার এই মান অভিমানের ভালোবাসায় যেন এক অপুর্ব অঅনুভূতির দেখা পেলাম❤️
অসাধারণ গল্প আপুর লেখন শৈলী চমৎকার
চমৎকার! খুব ভালো লাগলো।
রুকসাত আপুর লেখা বারবারই হৃদয় ছোয়া। ছোট গল্প টা এক বসায় শেষ করে ফেলেছি। অতীত আর বর্তমানের সংমিশ্রণে লেখা গল্প টা।আয়মান আর ফারিসার শৈশব থেকে গড়ে উঠা অনুভূতি, মাঝে ফারদিনের কারণে আট বছরের বিচ্ছেদ আবার ভাগ্যক্রমে দুইজনের এক হওয়া। সবকিছু মিলিয়ে গল্পটা অনেক ভালো লেগেছে। তবে অতীতের ঘটনা গুলো আরেকটু বর্ণনা করলে আরো ভালো লাগতো💜।
দহনবেলায় মেঘ তুমি" নিছক এক প্রেমের গল্প নয়, এটি সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা দুটি হৃদয়ের নীরব যুদ্ধের গল্প। রুকসাত জাহানের লেখনীতে রয়েছে আবেগের ভারসাম্য, চরিত্রগুলোর বাস্তবতা এবং ভাষার কাব্যময়তা। গল্পটি পাঠককে কেবল ফারিসা ও আয়মানের দুঃখ-কষ্টে শামিল করে না, বরং পাঠকের নিজের জীবনের কিছু না বলা গল্পও জাগিয়ে তোলে। সংলাপগুলো বাস্তব, বর্ণনাগুলো আবেগঘন। মোট কথা, এটি এমন এক বই, যা এক বসায় পড়ে শেষ করতে মন চাইবে। তবে গল্পটায় অতীত কাহিনির আরও ডিটেইলস আশা করেছিলাম, বিস্তারিত থাকলে কাহিনি আরও পূর্ণতা পেত। শেষটা সুন্দর ছোটোগল্প হিসেবে দামও খুবই সামান্য। সবমিলিয়ে বরাবরের মতোই ভালো লেগেছে লেখকের লেখা।