Authors
Explore our collection of books across different authors
রুকসাত জাহান
18
Books
647
Followers
২০২১ সালের জুলাই মাসে আমার লেখা ছোটগল্প প্রকাশিত হয় জোনাকি গল্প সংকলনে। এরপর একে একে আরও ছয়টি সুপরিচিত সংকলনে লেখা আসে। ২০২২ সালের বইমেলায় প্রকাশিত হয় আমার প্রথম একক উপন্যাস "হৃদয়ে তার পায়ের ছাপ"। ২০২৩ বইমেলায় প্রকাশিত হয়েছে দ্বিতীয় উপন্যাস " স্বপ্ন কেনার দামে"।