আসছে মায়াজাল। বিভিন্ন সময়ে লেখা আমার পাঁচটি রহস্য ও অতিপ্রাকৃত গল্প নিয়ে এই সংকলন। এর মাঝে কিছু গল্প সংকলনে প্রকাশিত হয়েছে। কিছু অনলাইনে। কিন্তু ই-বুকে দেওয়ার আগে আমি নতুন করে সম্পাদনা করেছি। চেষ্টা করেছি গল্পগুলো নিছক গল্প না হয়ে প্রতিটি একেকটি আলাদা কাহিনি হয়ে যেন ওঠে। যারা অতিপ্রাকৃত গল্প পছন্দ করেন, এবং অনলাইনে আমার লেখা পড়ে আশা করেন যে ই-বুকে এরচেয়েও আরেকটু নতুন কিছু পাওয়া যাবে। আশা করি তারা আশাহত হবেন না। আমার লেখার ধরনটা একটু আলাদা। রোমান্টিক গল্পে যেমন রোমান্সের নামে খোলামেলা বর্ণনা আমার পছন্দ না, তেমনি ভৌতিক, বা রহস্যগল্পে অযথাই রক্তারক্তির বর্ণনা, মানুষ মানুষকে খেয়ে ফেলার অরুচিকর বর্ণনা আমার পছন্দ না। আমার বিশ্বাস গল্পের মতো নির্মল বর্ণনায়ও হরর ফিল আনা সম্ভব। যেন গল্প পড়ে হিমশীতল অনুভূতির পাশাপাশি ভালো লাগার অনুভূতিও থাকে। গল্পের ভেতর একটা গল্প থাকে। আর সেই চেষ্টা মাথায় রেখেই আসছে মায়াজাল। পাঁচটি গল্প নিয়ে সংক্ষিপ্ত ভাবে বলে যাই- ১. ভয়ংকর বিভ্রম - আনোয়ারা পারভীন মফস্বল হতে ঢাকা এসেছে নায়িকা হতে। তার বড়ো শখ বিনোদন জগতে নাম লেখানোর। খুব সহজে সে সুযোগও পেয়ে যায় কেন্দ্রীয় চরিত্রে। তার মাঝে কেমন কী ছিল যে তার মতো অনভিজ্ঞ কেউ পরিচালকের দৃষ্টি কেড়ে নিল? যা দেখা যায় সব সময় কি তাই সত্যি হয়? নাকি সব বিভ্রম? হরর প্রেমীদের পছন্দ হবে ভয়ংকর বিভ্রম। ২. ওয়ারলক- আমরা ভূতপ্রেতের ভয় পাই। পিশাচের পৈশাচিকতা নিয়ে আতংকে থাকি। অথচ আমাদের আশেপাশে মানুষের রূপেই যে কত বড় পিশাচ লুকিয়ে থাকে তা বুঝতে বড় দেরি হয়ে যায়। ওয়ারলকের মানে যে পিশাচ সাধনা করে। পিশাচ সাধক হওয়া এত সহজ? নিজের মনে রক্তপিপাসু পৈশাচিকতা না থাকলে তা কি হওয়া যায়? ৩. আয়না- সুন্দরী জাফরিনা। নিজের রূপের মোহে সববয়সী পুরুষদের আকর্ষণ করার ক্ষমতা রাখে। তার এই মোহনীয় রূপে মুগ্ধ সবাই। কিন্তু জাফরিনা কার প্রতি মুগ্ধ? সেই মুগ্ধতা তাকে কোথায় নিয়ে যাবে? ৪. চ্যালেঞ্জ - দুই কিশোর কিশোরী এক অপরকে ডেয়ার ছুঁড়ে দেয়। শক্তি নয়, পরীক্ষা হবে সাহসের। কে জয়ী হবে এই পরীক্ষায়? ফলাফলটা কি সুখকর হবে? ৫. বিনিময়- বইয়ের শেষ গল্প বিনিময়। এই গল্পটি ঠিক হরর নয়। গল্পটি অন্ধবিশ্বাসের। গল্পটি জরির অহংকার আর হাসিনার অসহায়ত্বের। গল্পটি রাশিদা শবনমের কালো অতীতের। সব গিয়ে মিলে একটি বিন্দুতে। সেই বিন্দুতেই সওদাগর বাড়ি আজ টালমাটাল।
উদিয়মান লেখক হিসাবে রুকসাত জাহান অনন্য। সে তার প্রতিটা লেখায় নিজের স্বকিয়তা ধরে রাখে। তার লেখা চুম্বকের মতই পাঠককে ধরে রাখে। লেখক হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। মায়াজাল চমৎকার একটি বই। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিলো।
Read all reviews on the Boitoi app
হরর থ্রিলার লাভারদের জন্য চমৎকার একটা বই। আমার ব্যক্তিগত ভাবে ওয়ারলক ভালো লেগেছে। এ ধরনের গল্পে যারা তন্ত্র সাধনা করে তাদের ভালো কিছু হয়না। ওয়ারলকে আনিসের ভালো হয়ে যাওয়াটা কেন জানিনা খুব ভালো লেগেছে।
Sob golpoi ekek rokomer shundor. Somoyta valo katlo :)
পাঁচটি হরর থ্রিলার জনরার গল্প দিয়ে বইটি সাজানো হয়েছে। কোনোটিতে গা ছমছমে শিউরে অনুভূতি পেয়েছি, কোনোটিতে শেষ পর্যন্ত সকল রহস্যের ব্যাখ্যা পেয়ে মন তৃপ্ত হয়েছে, কোনোটিতে রীতিমতো চোখ কপালে তুলে ফেলেছি৷ সব মিলিয়ে একটি পারফেক্ট থ্রিলার প্যাকেজ।