প্রতিটি মানুষের জীবনেই একটা গল্প থাকে, যাকে সবাই স্মৃতির চাদরে জড়িয়ে পুরোটা জীবন পার করে দেয়। কেউ প্রিয় মানুষটাকে পেয়ে মুগ্ধ হয়, কেউ হারানোর যন্ত্রণায় তিলে তিলে বিষাদের অনলে পুড়ে মরে! পাওয়া-না পাওয়ার এ দুনিয়ায় আমরা এমন কিছু মানুষের মায়ায় জড়িয়ে পড়ি, যাদের ছাড়া পৃথিবী অন্ধকার মনে হয়। মনে হয় যেন মানুষটাকে না দেখতে পেলে নিশ্বাস ফুরিয়ে যাবে। মানুষটার সাথে মিশে থাকা সমস্ত স্মৃতি, সমস্ত রাগ, অভিমান, প্রেম, ভালোবাসা একসময় চোখের ঘুম কেরে নেয়। কেরে নেয় জীবনের কিছু মূল্যবান হাসি, যে হাসির জন্যই মানুষের বেঁচে থাকা। স্মৃতি আগলে রেখে একাকিত্বে বসবাস করা মানুষগুলোর জন্য "এখনো সন্ধ্যা নামে" বইটি লেখা। একান্ত কিছু প্রিয় মানুষ হারিয়ে যাদের দম ফেলতে কষ্ট হয়, তাদের একমুঠো তৃপ্তি দেওয়ার জন্য বইটি নির্জনে মনের কথা বলবে। তাইতো কবিতায় লিখেছি... ঝড়ে যাওয়া বৃষ্টি দেখে মায়ার কথা শিখ, আমার যত বলা কথা পাতায় পাতায় লিখ! -রুদ্র মুহম্মদ জাহিদুল