Authors
Explore our collection of books across different authors
রুদ্র মুহম্মদ জাহিদুল
5
Books
21
Followers
রুদ্র মুহম্মদ জাহিদুল পটুয়াখালী জেলার,রাঙ্গাবালী উপজেলার,বড়বাইশদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া গ্রামে ২৫ শে সেপ্টেম্বর ২০০০ সালে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। টুংগিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস এসি এবং বড়বাইশদিয়া মাহবুবুর রহমান কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। বর্তমানে তিনি পটুয়াখালী সরকারি কলেজে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।পিতা খাইরুল ইসলম টিপু,মাতা আফসানা আক্তার হেনেরা। বাবা মাকে তিনি অনেক ভালবাসেন। ২০১২ সালে থেকেই লেখালেখি শুরু করেন। তার লেখা কবিতা বাংলাদেশ ও ভারতের কিছু পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে তিনি অসংখ্য উপন্যাস,নাটক,ভ্রমন কাহিনি, ছোট গল্প,রুপ কথার গল্প, গান,গজল রচনা করছে।তার উল্লেখ যোগ্য উপন্যাসঃ নব জীবন, মায়া-মুহাব্বাত। নাটকঃ তরুনের ঐক্য সমাজে, মেঘের মাঝে কয়েক ফোটা বৃষ্টি তুমি। তার প্রকাশিত প্রথম কাব্য গ্রন্থ" মুজিব শতবর্ষ"।আজীবন সদস্য লেখাক উন্নয়ন কেন্দ্র। বাংলাদেশ কবি সংসদ সম্মাননা সনদ ২০২০।একটি স্বেচ্ছাসেবী সংগঠন" পটুয়াখালী বাসী "এর সাথে যুক্ত আছেন। রুদ্র মুহম্মদ জাহিদুল পটুয়াখালী জেলার,রাঙ্গাবালী উপজেলার,বড়বাইশদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া গ্রামে ২৫ শে সেপ্টেম্বর ২০০০ সালে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। টুংগিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস এসি এবং বড়বাইশদিয়া মাহবুবুর রহমান কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। সর্বদা মানুষের মঙ্গল কামনা করেন।