জাহানারা হকের খুলনায় একটা একতলা বাড়ি ছিল। সামনে ছোট্ট উঠোন, উঠোনের শেষ মাথায় একটা ক্যামেলিয়া ফুলের গাছ। তার নিচে একটা টি টেবিল। জাহানারা হকের ডাকনাম লিলি। একদিন এক মেলা থেকে ফেরার পথে শখ করে তিনি একটা লিলি গাছের চারা নিয়ে বাড়ি ফিরলেন। গাছটা বড় হওয়ার পর টের পাওয়া গেল সেটা লিলি না, ক্যামেলিয়া। প্রতিদিন দুপুরের দিকে জাহানারা হক স্কুল থেকে বাড়ি ফেরেন, এক কাপ চা নিয়ে ক্যামেলিয়া গাছের তলায় বসেন। বাসার গেট থেকে “আমার বুড়ি কই, আমার বুড়ি…” বলতে বলতে খন্দকার সাহেব বাসায় ঢোকেন। ছোট্ট শিউলি দৌড়ে “আব্বা, আব্বা” বলে কোলে ঝাঁপিয়ে পড়ে। খোকন তখন হয়তো ঘরে বসে অঙ্ক করে, শাহিন কই, কী করে, কেউ জানে না। জাহানারা হক ক্যামেলিয়া গাছতলার টি টেবিলে চা কাপে স্বামীর জন্য চা ঢালতে ঢালতে নিজের বাড়িটার দিকে তাকান। আহা, কী সুন্দর সংসার তাঁর! আহা, কী আনন্দ! ছোট্ট একটা জীবন। সেই এক জীবনে এর চেয়ে বেশি কিছু চাওয়ার আর কী-ই বা থাকতে পারে?
এক কথায় অসাধারণ লেগেছে🥰
Read all reviews on the Boitoi app
এক কথায় অসাধারণ। অনেকদিন পরে কোন বই পড়ে মনটা ভরে গেল।