Authors
Explore our collection of books across different authors
রাফিদ আল জহুর
1
Books
6
Followers
রাফিদ আল জহুর একজন লেখক এবং ফটোগ্রাফার। গল্পের সাথে রাফিদের জার্নি শুরু ৪ বছর বয়সে। তখন রাফিদরা যশোর থাকত। বাসার ডাইনিংয়ে একটা বড় বাক্স ছিল। সেই বাক্সের ভেতরে লেপ, কম্বল, বালিশ রাখা হত। এক সন্ধ্যায়, যখন কারেন্ট চলে গেল, সেদিন রাফিদের দাদুমনি তাকে কোলে নিয়ে ঐ বাক্সের ওপর বসে প্রথম ঘাটুভাইয়ের গল্প শুনিয়েছিলেন। সেই সন্ধ্যার পর গল্প থেকে আর কখনো দূরে সরা হয় নাই। স্কুলে বাংলায় খুব কাঁচা ছিলেন। পরীক্ষায় কখনো লেখা শেষ করে আসতে পারতেন না। লিখতে পছন্দ করতেন না। স্কুল ম্যাগাজিন কিংবা অন্য কোথাও রাফিদ কখনো কিছুই লেখেন নি। কখনো মাথায়ও আসে নি তাঁর পক্ষে লেখালেখি সম্ভব। তবে রাফিদ বই পড়তে অসম্ভব ভালোবাসতেন। রাফিদের শৈশব কেটেছে ক্রিকেট ব্যাট আর বই নিয়ে। ২০০০ সালের বইমেলায় রাফিদের বাবা তাকে শিশু একাডেমির স্টল থেকে চার্লস ডিকেন্সের ‘ডেভিড কপারফিল্ড’ বইটা কিনে দেন। সেদিন থেকে আজ পর্যন্ত বই কখনো রাফিদকে নিরাশ করে নি। ক্লাস নাইনে থাকার সময় ফিজিক্সে ফেইল করে বাসায় ফেরেন। সেই বিকেলে তাঁর ছোট শোবার ঘরে ড্রেনের গন্ধওয়ালা জানালার পাশে শুয়ে ‘উত্তরাধিকার’ পড়ার পর রাফিদের চিন্তার জগৎ বদলে গিয়েছিল। সেই বিকেলে রাফিদের প্রথম মনে হয়েছিল, তাঁর গল্প বলা দরকার। যদিও গল্প বলা শুরু করতে সময় লেগে গিয়েছিল আরও ৭-৮ বছর। রাফিদ আল জহুর লেখাপড়া করেছেন মতিঝিল আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ, কুয়েট এবং আইবিএ থেকে। গল্প বলতে চাওয়া থেকেই ক্যামেরা হাতে নেওয়া। বহুদিন আগেই সেই হাত কীবোর্ডেও পৌঁছেছে। প্রিয় লেখক সাদাত হোসেন মান্টো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চার্লস ডিকেন্স, ওরহান পামুক এবং হুমায়ূন আহমেদ।