অফিসে হঠাৎ অসুস্থবোধ করায় রাচনা ডাক্তারের কাছে গিয়ে আনন্দের খবরটি জানতে পারে। খবরটি দেওয়ার জন্য সে দ্রুত বাসায় ফিরে দেখে, পরিবারের অসম্মতিতে ভালোবেসে বিয়ে করা তার আমেরিকান শ্বেতাঙ্গ স্বামী স্টিভ তার পূর্বতন বান্ধবীকে নিয়ে তার একান্ত বেডরুমে অভিসারে লিপ্ত। মুহূর্তেই রাচনার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, এবং সে অবিশ্বাস্য স্থির চোখে তাকিয়ে থাকে। শিরদাঁড়ায় হিম শীতল স্রোত নেমে আসে, এবং অজান্তেই পেটে হাত দিয়ে অনুভব করে স্টিভের অস্তিত্ব। রাচনার ভাবনা এলোমেলো হয়ে যায়। একটি দুর্ঘটনা থেকে রাচনার একাকী জীবনে আবির্ভাব ঘটে অর্ণবের। তাদের সময়টা ভালোই কাটছিল, খুনসুটি আর ভালোবাসায়। অর্ণবের ভালোবাসায় রাচনা নতুন করে জীবন নিয়ে ভাবতে শুরু করে। এরই মধ্যে, একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে অর্ণব হারিয়ে যায়। দিশেহারা রাচনা বুঝতে পারে না, এসব কী হচ্ছে তার সঙ্গে এবং কেন হচ্ছে, সে এখন কী করবে এবং কোথায় যাবে।