Authors
Explore our collection of books across different authors
ফরহাদ হোসেন
10
Books
78
Followers
ফরহাদ হোসেন, আমেরিকা প্রবাসী একজন লেখক, চিত্রনাট্যকার, নির্মাতা, প্রযোজক এবং সাংস্কৃতিক সংগঠক। শিকাগোর বিখ্যাত ডিপল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস-এ স্নাতকোত্তর, বর্তমানে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-এ আইটি কনসালট্যান্ট হিসেবে কর্মরত শশব্যস্ত ফরহাদ হোসেনের অবসরের সিংহভাগ সময় কাটে লেখালেখিতে। উত্তর আমেরিকায় বিভিন্ন ধারার সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনে অবাধ বিচরণকারী ফরহাদ হোসেন শিকাগো ফিল্ম মেকারস থেকে চলচ্চিত্র নির্মাণ ও পরিচালনায় উচ্চতর প্রশিক্ষণ নিয়ে প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রডাকশন হাউজ ‘শিকাগো বায়োস্কোপ’। মূলত নিরীক্ষাধর্মী চিত্রনাট্য লেখার মাধ্যমেই তাঁর লেখালেখির জগতে পদচারনা। যেভাবে তাঁর চিত্রনাট্য, নির্মাণ অনুপ্রেরণা এবং উপজীব্য বিষয়বস্তু প্রবাসীদের জীবিকা ও জীবনের টানাপোড়েন, সুখ-দুঃখ, সমসাময়িক বিষয় বিশেষভাবে পর্দায় প্রতিফলিত হয়, ঠিক সেভাবেই তাঁর লেখা গল্পের অদেখা স্থান-কাল-পাত্রগুলো পাঠকবৃন্দের মনোজগতে প্রতিফলন ঘটিয়ে একটি ভিন্নতর নতুন মাত্রা যোগ করে। নানা বৈরী প্রতিকূলতার পরবাসী জীবনে বহুজাতিক ভাষাভাষীর সম্পৃক্তায় হররোজ অতিবাহিত করা যে সব ডায়াসপোরা লেখক বুকের গভীরে মাতৃভাষাকে পুষে বেড়ান, ফরহাদ হোসেন তাঁদের অন্যতম। সামাজিক মাধ্যমের বিভিন্ন সাহিত্য পাতায় লেখালেখিতে অগণিত পাঠক নন্দিত ফরহাদ হোসেন দীর্ঘ একযুগ শিকাগো শহরে কাটিয়ে, বর্তমানে স্ত্রী মডেল অভিনেত্রী সালমা রোজী, কন্যা হৃদিতা এবং ছেলে হৃদ্ভিককে নিয়ে বসবাস করছেন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে।