শেষ রাতের দিকে হঠাৎ করেই হাসানের ঘুম ভেঙ্গে গেল। অস্বস্তি নিয়ে চোখ মেলে তাকাল। পাশ ফিরে দেখল তিথি বিছানায় নেই। সে উঠে বসে তাকাল চারিদিকে। উঠে গিয়ে লাগোয়া বাথরুমের দরজা ধাক্কা দিয়ে দেখল, সেখানেও নেই। হাসান জানে তিথির একটা মন খারাপের জায়গা আছে। পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখল—যা ভেবেছিল তাই। তিথি ব্যাকইয়ার্ডের সিঁড়িতে বসে আছে। কাকতালীয় ভাবে ঠিক ঐ একই জায়গায় বসে ছিল রূপা। রূপার কথা মনে হতেই হাসান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল।
এত চমৎকার একটা গল্প পড়লাম ❤️ খুবই সুন্দর লেখকের লেখার ধরণ, সহজ সাবলীল ভাবে পুরো গল্পটা কি দারুণ ভাবে লিখেছেন।
Read all reviews on the Boitoi app