কোনো এক ভ্যালেন্টাইন্স ডে-তে আমাদের বিয়ে হয়। বিয়েটা আমার হওয়ার কথা ছিল মারুফের সঙ্গে। কিন্তু আমার বিয়ে হলো মারুফের বন্ধু আবীরের সঙ্গে। আবীর কী আমার বন্ধু ছিল না? ছিল—প্রেমিকের বন্ধু তো বন্ধুর মতই। আবীরের সঙ্গে আমার বোঝাপড়া ছিল অন্য রকম। ওর পরিমিত রুচি আমার ভালো লাগত—এটুকুই। ভালোবাসতাম আমি মারুফকে—পাগলের মত। মারুফ আর আমি, দুজন ছিলাম আত্মার বন্ধনে বাঁধা। চার বছরের বোঝাপড়ার সম্পর্ককে পূর্ণতা দিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম—বিয়ে করব। সব কিছুই ঠিকই ছিল—কিন্তু এর মধ্যে কিভাবে কী হয়ে গেল। অন্তরঙ্গতার কোনো এক অসতর্ক মুহূর্তের খেসারত দিচ্ছি এখন আমি। আমার ভালোবাসার মানুষটি তার ভালোবাসার বীজ আমার শরীরে বপন করে দিয়ে নিরুদ্দেশ হয়েছে। কিন্তু কেন? …. সেই বসন্তে আবীর যখন অসুস্থ হলো, সেটা ঘটল খুবই দ্রুত এবং হঠাৎ করেই। আবীরের রঙ যেন একটু একটু করে ফ্যাকাসে হতে শুরু করল। সেই সাথে আমার বসন্তের রঙও বদলাতে বদলাতে হয়ে গেল ধূসর। আবীর মারা গেল আমাদের দ্বিতীয় বিয়ে বার্ষিকীর কিছুদিন আগে। এক ভ্যালেন্টাইন’স ডে-তে বিয়ে করেছিলাম আমরা। আরেকটি ভ্যালেন্টাইনস ডে আসার আগেই আমাকে ছেড়ে চলে গেল সে। সেটাই ছিল তার শেষ বসন্ত। এক বসন্তে সে এসেছিল আমাকে রাঙিয়ে দিতে আর আরেক বসন্তে বিদায়। কিছু বসন্তের রঙ ছড়িয়ে যায় প্রকৃতিতে আর কিছু রঙ কেবলই ধূসর হয়ে যায়। …. জীবন বসন্তের ধূসর হয়ে যাওয়া নয়টি গল্প নিয়ে নন্দিত লেখক ফরহাদ হোসেনের প্রথম ছোট গল্প সংকলন ‘ধূসর বসন্ত’। সংকলনের প্রতিটি গল্প মানব জীবনের নানাবিধ সুখ দুঃখের টানাপোড়েনের দর্পণ হয়ে পাঠককূলকে একেকভাবে আলোড়িত করে, আবেগতারিত করে ভিন্নমাত্রায়।
একটা মানুষ তার প্রতিটা গল্প কি সুনিঁপুনভাবে তৈরি করেছেন, এত সুন্দর শব্দ চয়ন, ধূসর বসন্তের গভীরেও রঙিন বসন্ত রয়েছে, খুব চমৎকার বইটি ❤️👌
Read all reviews on the Boitoi app
ধূসর বসন্তের প্রথম গল্প ধূসর বসন্ত অন্যরকম ভালোবাসার গল্প। এছাড়ও অভিবাসী জীবনের নানা গল্প লেখক নিপুন তুলিতে এঁকেছেন।