‘শাহেদ, প্লিজ!’ অস্ফুটে বলল নাতাশা। ‘আই অ্যাম সরি। শাহেদ উঠে দাঁড়াল। শাহেদ চলে যেতে উদ্যত হতেই নাতাশা ওর হাতটা ধরল। প্লিজ, সেভ মি! অনুনয় করে বলল নাতাশা, ‘একমাত্র তুমিই পার আমাকে রক্ষা করতে। শাহেদ তাকাল নাতাশার চোখের দিকে। গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি—ছলছল চোখে। সে দৃষ্টিতে প্রেম, সে দৃষ্টিতে ভালোবাসার ছোঁয়া। সব কিছু উপেক্ষা করা যায় কিন্তু ভালোবাসার দৃষ্টি উপেক্ষা করা যায় না। মানুষ ভুল করেই, কিন্তু সেই ভুলগুলোকে বড় করে না দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাও ভালোবাসার আরেক নাম। শাহেদ কী করবে ? শাহেদ আস্তে করে নাতাশার হাতটি ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে চলে গেল নাতাশার দৃষ্টির আড়ালে। নাতাশা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল শাহেদের চলে যাওয়ার দিকে। তারপর ভেঙে পড়ল অঝোরে কান্নায়।